যেই পরিসংখ্যান ভারতের বিপক্ষে ফাইনালে আত্মবিশ্বাস জোগাবে কিউইদের
আজকের দেশ ২৪
প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ /
০
ঘন্টাকয়েক পরেই মাঠে গড়াচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল মহারণ। রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই। এবারের আসরের আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে দেশটিতে খেলতে যায়নি ভারত। যে কারণে হাইব্রিড মডেলের আসরে ভারত ম্যাচ খেলছে দুবাইতে।
এমনিতেই ব্যাটিং ও বোলিংয়ে দারুণ শক্তিশালী রোহিত শর্মার দল সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলাতে এগিয়ে থেকে নামবে ফাইনালে।
পরিসংখ্যানও অবশ্য বলছে ভারতীয়দের ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ভারত। ১১৮ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৬১টি ম্যাচ, নিউজিল্যান্ডের জয় ৫০টিতে। ফল আসেনি বাকি ৭ ম্যাচের। সাম্প্রতিক সময়ে একচেটিয়া প্রাধান্য ভারতের।
আইসিসি আসরে দুই দলই একে অন্যের বিপক্ষে জিতেছে ৬টি করে ম্যাচ। বিশ্বকাপে জিতেছে ৫টি করে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি করে। কিন্তু সর্বশেষ তিনটা ম্যাচই জিতেছে ভারত।
নিউজিল্যান্ড অবশ্য এগিয়ে আছে একদিক থেকে। যদি হিসাব করা হয় নকআউট তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউটে এর আগে একবারই দেখা হয়েছিলো দুই দলের। ২০০০ সালে সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জেতে কিউইরা।
তবে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে আশা জাগানিয়া পরিসংখ্যান হচ্ছে এখন পর্যন্ত দুইবার আইসিসির ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে দুই বারই ভারতকে হারিয়েছে তারা! এবারের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একবারই ভারতের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ২০০০ সালের সেই আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা হয়েছিল। সৌরভ গাঙ্গুলির দলকে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরে স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড।এছাড়া প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে হারিয়ে শিরোপা জিতে কিউইরা।
আপনার মতামত লিখুন :