যে ভুলে পাকিস্তানের কাছে ফাইনাল হেরেছিল ভারত


আজকের দেশ ২৪ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১২, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ /
যে ভুলে পাকিস্তানের কাছে ফাইনাল হেরেছিল ভারত

দুয়ারে কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আবারও ভারত আর পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আট বছর পর ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বললেন, বিরাট কোহলি-অনিল কুম্বলেদের ভুলেই নাকি সেই ফাইনাল হারতে হয়েছিল।

সেই ফাইনালে পাকিস্তানের ৪ উইকেটে ৩৩৮ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হয় ১৫৮ রানে। ১৮০ রানের বড় জয় পায় পাকিস্তান। তখন ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি আর প্রধান কোচ ছিলেন অনিল কুম্বলে। পুরো টুর্নামেন্টে ভালো খেলার পর ফাইনালে হেরে বসে ভারত।

এক সাক্ষাৎকারে বাঙ্গার বলেছেন, ‘আমরা সেদিন একটা ভুল করেছিলাম। টস জয়ের পর আমাদের আগে ব্যাট করা উচিত ছিল। কারণ খেলা হয়েছিল ইংল্যান্ডে। ওখানে আকাশের দিকে নজর রাখতে হয়। কারণ, যেকোনো সময় মেঘ চলে আসে। ফাইনালের দিন কিন্তু ঝকঝকে রোদ ছিল। তাই আমার মতে, সেদিন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ভুল ছিল।’

নিজের দায় স্বীকার করে বাঙ্গার বলেন, ‘আমিও তখন টিম ম্যানেজমেন্টের অংশ ছিলাম। অধিনায়ক কোহলি, কোচ কুম্বলে ছাড়া সিনিয়র ক্রিকেটার হিসাবে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাও ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারও ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার ব্যাট করার সময় টার্গেট নাগালের বাইরে চলে যায়। শুরুতে কিছু উইকেট হারানোয় এই সমস্যা হয়েছিল।’