আজকের দেশ ২৪
প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ /
০
গত মৌসুমের স্বপ্নভঙ্গের চলতি মৌসুমেই ভুলতে পারে লিভারপুল। ঘরের মাঠে সাউদাম্পটনকে হারিয়ে শিরোপার পথে সবাইকে ছাড়িয়ে ছুটছে অলরেডসরা।নাটকীয় কিছু না হলে এবারের প্রিমিয়ার লিগের ট্রফিটা অ্যানফিল্ডেই আসার কথা।
ঘরের মাঠে শনিবার (৮ মার্চ) প্রিমিয়ার লিগের ম্যাচটি অলরেডরা জিতেছে ৩-১ গোলে। বিরতির আগে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৩ মিনিটের ব্যবধানে দারউন নুনেজ ও মোহামেদ সালাহ’র গোলে লিড নেয় তারা। শেষ দিকে সফল স্পট কিক থেকে ব্যবধান বাড়ান সালাহ।
এই জয়ে লিভারপুল আপাতত ১৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে। ২৯ ম্যাচে তারা পেয়েছে ৭০ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৪। সাউদাম্পটন ৯ পয়েন্ট নিয়ে ২০ দলের তালিকায় সবার শেষে। অবনমন অঞ্চল এড়ানোর স্থান থেকে ১৩ পয়েন্ট পেছনে তারা।
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ জয়ে বীরোচিত পারফর্ম করা কিপার আলিসন এদিন সতীর্থ সেন্টার ব্যাক ভার্জিল ফন ডাইকের সঙ্গে তালগোল পাকিয়ে গোল হজম করেন। তাদের ভুলে বল পেয়ে প্রথমার্ধের ইনজুরি টাইমে আড়াআড়ি শটে জাল কাঁপান উইল স্মলবোন। অ্যানফিল্ড যেন নিস্তব্ধ।
তবে বিরতির পরপর গা ঝাড়া দিয়ে ওঠে লিভারপুল। তিন মিনিটের ব্যবধানে গোল করেন ডারউইন নুনেজ ও সালাহ।
তিন মিনিট পর সাউদাম্পটনের বক্সে পেনাল্টি আদায় করেন নুনেজ। স্মলবোনের ফাউলের শিকার হন উরুগুয়ান তারকা। স্পট কিক থেকে গোল করেন সালাহ, যা লিভারপুলের জার্সিতে ২৪২তম। এই গোলে তিনি পেছনে ফেলেছেন গর্ডন হজসনকে (১৯২৬-১৯৩৫)। মিশরীয় ফরোয়ার্ডের সামনে এখন শুধু ইয়ান রাশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)। ২০১৭ সালে রোমা থেকে এসে ৩৯০তম ম্যাচেই এই কীর্তি গড়লেন সালাহ।
এখানেই শেষ নয়। ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন সালাহ। বক্সের মধ্যে ইউকিনারি সুগাওয়ারার হ্যান্ডবল হলে পেনাল্টি পায় লিভারপুল।
আপনার মতামত লিখুন :