চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ কতৃক আয়োজিত তারুণ্য উদ্ভাবনী মেলা- পিঠা ও বসন্ত উৎসব ২০২৫ অনুষ্ঠিত|


আজকের দেশ ২৪ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ /
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ কতৃক আয়োজিত তারুণ্য উদ্ভাবনী মেলা- পিঠা ও বসন্ত উৎসব ২০২৫ অনুষ্ঠিত|

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ কতৃক আয়োজিত তারুণ্য উদ্ভাবনী মেলা- পিঠা ও বসন্ত উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।

জয়তুন্নেছা রহিম কোমল ও ইয়াসিন আরাফাত এর সমন্বয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের কুঞ্জ ছায়া স্টলটি পরিচালিত হয়।
এসময় জয়তুন্নেছা রহিম কোমল বলেন আমাদের সরকারি কমার্স কলেজ,চট্টগ্রামে এই প্রথমবার এমন কোনো পিঠা উৎসব ও তারুণ্য উদ্ভাবনী মেলার আয়োজন হয়েছে।আয়োজনটি অসাধারণ হয়েছে।ছাত্র-ছাত্রীরা নিজেদের সৃজনশীল চিন্তাধারা সকলের নিকট উপস্থিত করতে পেড়েছে।
এমন আয়োজনের অংশ হয়ে,আমরা অনেককিছু শিখতে পেড়েছি।আশা করছি,ভবিষ্যতেও এমন সুন্দর এবং সৃজনশীল আয়োজন আরো হবে।

অত্র ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী ও ছাত্রনেতা ইয়াছিন আরাফাত বলেন,
আজ ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাসে তারুণ্য উদ্ভাবনী মেলা – পিঠা ও বসন্ত উৎসবে অংশ নিতে পেরে আমরা ফিন্যান্স পরিবার অনেক আনন্দিত। দর্শনার্থীদের কাছে আমারা এতটা সাড়া পাব কল্পনা করি নাই।তবে আজ একটা কথা বলে রাখি,ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ সব সময় ইউনিক এবং ডায়নামিক কিছু করার চেষ্টা করে। আজ পিঠা উৎসবে অংশগ্রহণ তার অনন্য উদাহরণ। পিঠা উৎসবে অংশ গ্রহনের মধ্যে দিয়ে আমরা শুধু পিঠার ঐতিহ্য তুলে ধরিনি বরং একসাথে কাজ করা, ম্যানেজমেন্টের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার মধ্যদিয়ে আমাদের নতুন অভিজ্ঞতা অর্জন হয়েছে।
যারা দিনরাত কষ্ট করে এই স্টলটি সাজিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদুর রহমান স্যার,প্রভাষক ইরফান উদ্দিন চৌধুরী স্যার ও প্রভাষক মুশফিকা রেজা সিদ্দিকা ম্যাম এবং সর্বোপরি আমাদের অধ্যক্ষ জনাব শাহ মোহাম্মদ আলমগীর স্যার এর প্রতি যাদের দিকনির্দেশনা ও গাইড লাইনের মধ্যে দিয়ে আমাদের এই আয়োজন সুন্দর ও সফল ভাবে শেষ হয়েছে।