ভারতে স্ত্রীর পরকীয়ার জেরে নিজের চার বছরের মেয়েকে রাস্তায় আছাড় মেরে ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নদিয়ার ধুবুলিয়া থানার মায়াকোল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরফে বুদুকে নিজের মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, বুদুর স্ত্রীর সঙ্গে অন্য একজনের সম্পর্ক ছিল। তা নিয়ে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হতো। শুক্রবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে স্ত্রী বাড়িতে নেই দেখে মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে জানায় মা মামার বাড়ি গেছে। পরে ঘুরতে নেওয়ার নাম করে শিশুটিকে রাস্তায় আছাড় মেরে জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় বুদু। এরপর বাড়ি ফিরে বুদ্ধদেব তার মাকে জানান, তিনি মেয়েকে আছড়ে মেরে ফেলেছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বুদ্ধদেবকে আটকে রেখে ধুবুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে তিনি মেয়েকে মেরে ফেলার বিষয়ে স্বীকার করেছেন, পরে ধুবুলিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে কৃষ্ণনগরের জলঙ্গি ব্রিজের নিচে থেকে চার বছর শিশু কন্যার নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন বুদ্ধর স্ত্রী।
আপনার মতামত লিখুন :