সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়কে ‘ছাত্র-জনতার কার্যালয় বানানোর ডাক’ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল থেকেই কার্যালয়ের আশপাশে সমবেত হয়েছেন দলটির নেতাকর্মীরা। অনেকেই কার্যালয়ের ভেতরেই অবস্থান নিয়েছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই কার্যালয়টির সামনে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য। রয়েছে সেনাবাহিনীর টহল।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় কার্যালয়ের সামনে এসে কালো পতাকা উত্তোলন করেন সিপিবির সভাপতি কমরেড শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ সময় বিকাল ৪টায় শান্তিপূর্ণ শোক মিছিলের ঘোষণা দেন তারা। এতে অংশগ্রহণ করবেন বাম ঘরানার অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও।
আপনার মতামত লিখুন :