বাংলাদেশ-ভারত ম্যাচে কেন নেই ‘পাকিস্তান’, আইসিসিকে চিঠি ক্রীড়া ডেস্ক


আজকের দেশ ২৪ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ /
বাংলাদেশ-ভারত ম্যাচে কেন নেই ‘পাকিস্তান’, আইসিসিকে চিঠি ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের বৈরিতা। বিনোদন-খেলা কোনো কিছুই এই আওতার বাইরে নেই। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতেও এর প্রভাব পড়েছে স্পষ্ট। পাকিস্তান আয়োজক, কিন্তু সেখানে ভারত খেলতে যায়নি। দুবাইতে হচ্ছে তাদের ম্যাচগুলো। তবে এতটুকুই শেষ নয়। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে নতুন বিতর্ক। ম্যাচের সম্প্রচারে চ্যাম্পিয়নস ট্রফির লোগোতে নেই পাকিস্তানের নাম।

এ ব্যাপারে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে ব্যাখ্যা চেয়েছে তারা। আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে জানিয়েছে, এটি একটি প্রাথমিক প্রযুক্তিগত ভুল ছিল, তবে এই ব্যাখ্যা পিসিবিকে সন্তুষ্ট করতে পারেনি।