সাউথ বাংলা ব্যাংকের এমডির পদত্যাগ


আজকের দেশ ২৪ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ /
সাউথ বাংলা ব্যাংকের এমডির পদত্যাগ

বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাবিবুর রহমান পদত্যাগ করেছেন।

গতকাল রোববার পরিচালনা পর্ষদের সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। পর্ষদ সভায় তা গ্রহণ হয়। অবশ্য আগামী এক মাস পরে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানা গেছে। যদিও এমডি হিসেবে হাবিবুর রহমানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো আগামী ডিসেম্বরে।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে একবার হাবিবুর রহমান পদত্যাগপত্র জমা দিয়ে পরে আবার তা প্রত্যাহার করেন।