সকাল ৮টা থেকে সাড়ে ৮টা থেকে চলা পুরস্কার বিতরণীয় মঞ্চে পোডিয়ামদের নাম ঘোষণা করা হয়। যেখানে ১০ কিলোমিটারে নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন সাবরিনা আক্তার স্বর্ণা, প্রথম রানারআপ ইরি লি এবং দ্বিতীয় রানারআপ রিতা দেবী। DURC 10K 2025 এর ১০ কিলোমিটারে চ্যাম্পিয়ন হয়েছেন আশরাফুল আলম, প্রথম রানারআপ পলাশ শেখ পলাশ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মো. রহিম উদ্দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইভেন্টে ৫ কিলোমিটারে নারী ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন হয়েছেন তেরাসা কচি, প্রথম রানারআপ সাদিয়া মুর্শেদ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন জোনাকি আক্তার মনি। ৫ কিলোমিটারে পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মো. আমির হোসাইন আমু, প্রথম রানারআপ মো. ইমন এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মোহাম্মদ সাইদুস সাকলাইন।
আয়োজনে সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র এবং প্রক্টরিয়াল টিম। আরও সহযোগিতায় ছিলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। মেডিকেল সাপোর্ট এবং অন্যান্য সহযোগিতায় প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ডেকো, চারদিকে, সাউথইস্ট ব্যাংক, গিগাবাইট, কডস, প্রিয়শপ ভ্রুভানা, ফুয়েল প্রভৃতি প্রতিষ্ঠান।
আপনার মতামত লিখুন :