দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল কলেজ সম্মুখে সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল এর বিপ্লবী যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর।এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল এর সাবেক সহ সভাপতি ও কমার্স কলেজ ছাত্র দলের সাবেক প্রচার ও সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান (এমন) ও কলেজ ছাত্রদল নেতা মেহেদী হোসেন রায়হান,রায়হান চৌধুরী মামুন,মিজানুর রহমান,আকতার হোসেন,ফয়সাল উদ্দিন,সোহেল রানা,আতহার রহমান রাফি, সাইদুল ইসলাম মারুফ, জীন্নাহ ওবায়েদ,রবিউল ইসলাম সহ অনেকে।
আপনার মতামত লিখুন :