বিদ্রোহ শেষে অনুশীলনে ফিরতে রাজি সাবিনারা
আজকের দেশ ২৪
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহ অবশেষে শেষ হয়েছে। গণ অবসরের হুমকি দিলেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাবিনা খাতুনরা। আগামী ২৪ ফেব্রুয়ারি বাফুফে ক্যাম্প থেকে ছুটিতে যাবেন তারা। ছুটি কাটিয়ে কোচ বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেবেন সব ফুটবলাররা।
আজ রবিবার বাফুফেতে সাংবাদিকদের সামনে এই তথ্য নিশ্চিত করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
তিনি বলেন, ‘আমি আজ তাদের (বিদ্রোহী ফুটবলারদের) সঙ্গে আলোচনা করেছি। তারা অনুশীলনে ফেরার বিষয়ে সম্মতি দিয়েছে। আপাতত ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প ছুটি। এরপর তারা ফিরে আসবে এবং চুক্তিবদ্ধ হবে।’
যদিও অনুশীলনে ফিরছেন ১৮ ফুটবলার, তবে তাদের দেখা যাবে না আসন্ন আন্তর্জাতিক ম্যাচে। আগামী ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম এবং ২ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে কোচ বাটলারের দলে জায়গা হয়নি বিদ্রোহী ফুটবলারদের।
এর আগে রবিবার দুপুরে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারের সঙ্গে বৈঠক করেন মাহফুজা। সেখানে দীর্ঘ আলোচনা শেষে তারা নিজেদের দেওয়া আল্টিমেটাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। মূলত নারী উইংয়ের প্রধান দ্রুত অনুশীলনে ফেরার ওপর জোর দেন, এরপরই অনড় অবস্থান থেকে সরে আসেন ফুটবলাররা।
গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদমাধ্যমের কাছে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ আনেন সাবিনা-মনিকারা। সেখানে তারা কোচ বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানান এবং তিনি দায়িত্বে থাকলে ক্যাম্পে যোগ দেবেন না বলে হুমকি দেন। একযোগে অবসরেরও ইঙ্গিত দেন তারা।
পরিস্থিতি সামাল দিতে বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে। কয়েক দফা আলোচনার পরও বিদ্রোহী ফুটবলাররা অনড় ছিলেন। তবে অবশেষে সেই অবস্থান থেকে তারা সরে এসেছেন।
এই বিতর্কের অবসান হওয়ায় আপাতত স্বস্তিতে বাফুফে, তবে দলে ফিরতে হলে সাবিনাদের নতুন করে নিজেদের জায়গা করে নিতে হবে, সেটাও স্পষ্ট।
আপনার মতামত লিখুন :