বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে জবি ভর্তি কেন্দ্রে ৫০ বছর বয়সী তপু
আজকের দেশ ২৪
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছেন তাওহিদূর রহমান তপু। তার বয়স আনুমানিক ৫০ এর কাছাকাছি। আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ভর্তি পরীক্ষা দিতে আসেন তিনি।
তাওহিদুর রহমান তপুর জন্মস্থান নওগাঁ। তিনি নওগাঁ থেকেই দাখিল ও আমিল পাশ করেন।
তাওহিদুর বলেন, আমি অনেক দিন মানসিকভাবে অসুস্থ ছিলাম। আমি গত বছর এইচএসসি পাশ করি। আর আজকে জবিতে পরীক্ষা দিতে এসেছি। আমার ইংরেজি প্রস্তুতি তেমন ভালো না। তাও চেষ্টা করবো।
তিনি আরো বলেন, যদি এই বছর জগন্নাথে চান্স না হয়, আগামী বছর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে আমি আবার পরীক্ষা দিবো। তাছাড়া আমি রাবি কিংবা জাবিতে চান্স নিবোই ইনশাআল্লাহ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কি করবেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এইখানে চান্স হলে আমি জগন্নাথেই পড়বো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ৭৮৫টি আসনের জন্য ৪২,৯৭৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। তার মধ্যে একজন তাওহিদুর রহমান তাওহিদ। তিনি স্বপ্ন পূরণ করতে এই বৃদ্ধ বয়সেও পরীক্ষা কেন্দ্রে এসে হাজির পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য।
আপনার মতামত লিখুন :