
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। পাশাপাশি জলকামান ব্যবহারও করেছে বাহিনীটি। এরপরও ব্যারিকেড ভেঙে সামনে আগানোর চেষ্টা করছেন শিক্ষকরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের ঘটনা ঘটে। আমাদের এই প্রতিবেদক জানান, তবে শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে এখনো তা করতে পারেননি।
শিক্ষক ও পুলিশের মধ্যে কয়েক দফা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। সাধারণ পুলিশের পাশাপাশি এখানে মোতায়েন রয়েছে ডিবি পুলিশও। জলকামান নিক্ষেপের সময় একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন শিক্ষকরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষকরা এ কর্মসূচি শুরু করেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন জানান, ২০১৩ সালে দেশের ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও প্রায় ৪ হাজার যোগ্য প্রতিষ্ঠান তখন জাতীয়করণের বাইরে থেকে যায়। রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো জাতীয়করণ হয়নি বলে দাবি করেন তিনি। ফলে প্রায় ৮ লাখ শিক্ষার্থী তাদের মৌলিক শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি জানান, ২০১৫ সাল থেকে জাতীয়করণের দাবিতে শিক্ষকরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন, ২০২৪ সালে ২ দিন এবং সর্বশেষ ২০২৫ সালের ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আন্দোলন চালানো হয়।
ফিরোজ আরও জানান, ‘গত ২৫-২৭ জানুয়ারির আন্দোলনের পর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। আমরা চাই, দ্রুত এই চিঠির কার্যকর বাস্তবায়ন হোক।
আপনার মতামত লিখুন :