
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমে প্রথম ওভারেই উইকেট বিলিয়ে দেন সৌম্য সরকার। পরের ওভারে একই পথে হাটে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তও।
ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে তানজিদ হাসান ১ রান নেওয়ার পর বাকি বলগুলোতে কোনো রান করতে পারেননি সৌম্য। শেষ বলে মোহাম্মদ শামির ডেলিভারি তার ব্যাটের কানায় লেগে তালুবন্দি হয় লোকেশ রাহুলের। এতে শূন্য রানে বিদায় নেন তিনি।
ব্যর্থতার ধারাবাহিকতা বাজায়ে রাখেন শান্ত। হর্ষিত রানার আউটসুইংয়ার বাজে কভার ড্রাইভে বিরাট কোহলির হাতে তুলে দেন বাংলাদেশের অধিনায়ক। ফেরেন শূন্য রানেই।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১ রান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি টাইগার পেস সেনসেশন নাহিদ রানার। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে রয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। এছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।
দুবাইয়ের এ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে দুইবারই আগে ব্যাট করে হেরেছে তারা। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ২২২ রানে অলআউট হয়েছিল টাইগাররা। যেখানে লিটন দাস করেছিলেন ১২১ রান। সেই ম্যাচে ভারত জয় পায় ৩ উইকেটে।
এছাড়া ২০১৮ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ১৭৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ দল। ভারত ম্যাচটি জিতে নেয় ৮২ বল হাতে রেখেই। যদিও একই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে মুশফিকুর রহিম করেছিলেন ১৪৪ রান। এ স্টেডিয়ামে কোনো বাংলাদেশি ব্যাটারের এটাই সর্বোচ্চ ইনিংস।
বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি ও হর্ষিত রানা
আপনার মতামত লিখুন :