রাজনৈতিক ঐকমত্য না হলে বিশেষজ্ঞ পরামর্শে জুলাই সনদ


আজকের দেশ ২৪ প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
রাজনৈতিক ঐকমত্য না হলে বিশেষজ্ঞ পরামর্শে জুলাই সনদ

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে আজ রোববার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ঐকমত্য কমিশন। দলগুলো একমত না হলে বিশেষ সাংবিধানিক আদেশে সনদ কার্যকর করা, ১০৬ অনুচ্ছেদে গণভোটের বিষয়ে আদালতের মতামত গ্রহণ কিংবা গণপরিষদে সংবিধান সংস্কারের যেসব পরামর্শ বিশেষজ্ঞ প্যানেল দিয়েছে, সেগুলো সরকারকে সুপারিশ করা হবে।

গতকাল শনিবার সংসদ ভবনের কার্যালয়ে বৈঠকের পর কমিশন সূত্র সমকালকে এ তথ্য জানিয়েছে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আগে সকাল ১০টায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে কমিশন। আগামী মঙ্গলবারও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে।