
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চট্টগ্রাম মহানগর উদ্যোগে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে সারাদেশব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকার প্রজেক্টরে প্রদর্শনের আয়োজন করা হয় আজ নগরীর কাজির দেউরী মোড়ে।সড়কে অবস্থানরত সাধারণ জনগনকে সম্পৃক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ২ পর্বের সাক্ষাৎকারটি আজ সন্ধ্যা ৭ টা থেকে ৮:১০ মিনিট পর্যন্ত প্রদর্শন করা হয়। তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর সাধারণ জনগনের সামনে বক্তব্য শুনতে পেয়ে পথচারী, সাধারণ খেটে খাওয়া মানুষজন আবেগআপ্লুত হয়ে পড়ে!ভিডিও চলাকালীন সময়ে এক মূহুর্তে একজন দিনমজুর বলেন”তারেক রহমান আসবে, তারেক রহমানকে চাই” বাক্যটি ছন্দহীন হলেও তার আবেগমাখা শ্লোগান দিতে থাকেiএতে ভার্চুয়ালি যুক্ত হন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব নাসিফ ওয়াহিদ। আরো উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চট্টগ্রাম-বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন ফারুক মুন্না,সভাপতি রিয়াদ খান, সাধারণ সম্পাদক এম এ মাজিদ (ছোটন), সিনিয়র সহ সভাপতি ওবায়দুর রহমান (এমন),যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম (ফয়সাল) সাংগঠনিক সম্পাদক ইসমাইল ফাহিম,সাবেক সহ সাধারণ সম্পাদক শেখ যুবরাজ তুষার,সাবেক সহ দপ্তর সম্পাদক নাসির আহমেদ রিপন ও বিশিষ্ট সাইবার একটিভিস্ট রাশেদুল মাহমুদ শাহ প্রমুখ।পুরো প্রোগ্রাম চলাকালীন সময়ে শতাধিক সাধারণ মানুষ, পথচারী, শ্রমজীবী জনগণও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :