
আজ চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ফেয়ারওয়েল অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রধান প্রফেসর ড. তৌহিদুর রহমান এবং প্রভাষক ইরফান উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদুর রহমান শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন এবং বলেন, “তোমরা ভালো ফলাফলের মধ্য দিয়ে এই বিভাগে ভর্তি হয়েছিলে। আশা করি ভবিষ্যতেও ভালো ফলাফল করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে।”অনুষ্ঠানে উক্ত ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সুদৃশ্য কেক কেটে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রনেতা ও বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত, শিক্ষার্থী জুবায়ের হোসেন সাজ্জাদ, এ এইচ রাহাত, আবু বাকের, অনার্স তৃতীয় বর্ষের ছাত্র প্রতিনিধি সামিউল আওয়াল সহ অন্যান্য শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :