নির্বাচন ঠেকানো-পোশাক খাতই টার্গেট


আজকের দেশ ২৪ প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ণ
নির্বাচন ঠেকানো-পোশাক খাতই টার্গেট

‘শত শত কোটি টাকার’ পণ্য পুড়ে ছাই, আওয়ামী লীগ-হাসিনার নতুন কৌশল গার্মেন্টস সংশ্লিষ্ট স্থাপনায় পরিকল্পিতভাবে আগুন লাগানো, পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল, গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে, বিমানবন্দরে ক্ষয়ক্ষতির হিসাব কষছেন উদ্বিগ্ন আমদানিকারকরা, আগামী তিন দিন নন-সিডিউলড ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ :বাণিজ্য উপদেষ্টা

পাতানো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে প্রায় ১৬ বছর দিল্লির স্বার্থ সংরক্ষণ করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। প্রশাসন থেকে শুরু করে পুলিশ, র‌্যাব, বিচারক, গণমাধ্যম, ব্যবসায়ীসহ প্রতিটি সেক্টরে ‘দিল্লির স্বার্থরক্ষা এজেন্ট’ তৈরি করেছেন ওই সময়ে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা পালিয়ে সেই ‘আপন ঠিকানা’ দিল্লিতে গত ১ বছরের বেশি সময় ধরে অবস্থান করছেন। হাসিনার পতনের পর শুরুর দিকে বাংলাদেশের উপর হিংস্র হয়ে উঠেছে হিন্দুত্ববাদী ভারত। জুডিশিয়াল ক্যুসহ বিভিন্ন সেক্টরে একের পর এক বিশৃংখলা সৃষ্টির টার্গেট করে ব্যর্থ হয়ে এখন গার্মেন্টস শিল্পকে টার্গেট করেছে। যদিও গার্মেন্টস শিল্পকে অনেক আগেই টার্গেট করে শ্রমিক অসন্তোষের মাধ্যমে নানাবিধভাবে অস্থিরতার চেষ্টা করেছিল। কিন্তু এখানেও ব্যর্থ হয়ে যায়। তাই নতুন করে ভারত হাসিনার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এবার বিভিন্ন গার্মেন্টস এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে টার্গেট করে অগ্নিকা- ঘটিয়ে দেশের বৈদশিক মুদ্রা আয়ের অন্যতম খাতকে ধ্বংসের পাশাপাশি বহির্বিশ্বে পোশাকের বাজারকে অস্থির করে তোলার পায়তারা করছে। এই ধারাবাহিকতায় গত শুক্রবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকা-ের ঘটনা ঘটানো হয়। একই সঙ্গে বিমানবন্দর হলো কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) এলাকা।

এদিকে ঘটনাস্থলে থাকা ডিএইচএল কুরিয়ার সার্ভিসের ইনচার্জ পরিচয় দিয়ে প্রত্যক্ষদর্শী ওই এক কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এম আর লজিস্টিকসের কর্মচারী মো. এনায়েত হোসেন বলেন, আগুন লাগার শুরুতে ফায়ার সার্ভিসের গাড়ি কার্গো ভিলেজের ভেতরে প্রবেশ করতে পারেনি, ৮ নম্বর ফটকে আটকে দেওয়া হয়। তাদের ভেতরে প্রবেশের অনুমতি ছিল না বলে জানানো হয়। ফলে প্রায় ২০-২৫ মিনিট সময় নষ্ট হয়। এর মধ্যেই আগুন সারা ভবনে ছড়িয়ে পড়ে।

বিজিএমইএ’র পরিচালক ফয়সাল সামাদ বলেন, এখানে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে আমাদের দেখা হয়েছে, উনি এসেছিলেন। আমরা মিটিং করেছি এখানেই দাঁড়িয়েই। পুরো জায়গার অ্যাসেসমেন্ট করা হয়েছে। উনি ইমিডিয়েটলি বলেছেন যে, এখন তো জায়গা নেই আমদানি আসার। এটাকে সুবিধাজনক করার জন্য টার্মিনাল ৩-এ নতুন জায়গা দেওয়া হবে। তিনি বলেন, বিজিএমইএ’র যারা আমাদের মেম্বার, যারা আমদানি করছে, এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা যেন খুব দ্রুত ৩৬ ঘণ্টার ভেতরে ক্লিয়ার করা হয় (আগে যেটা ছিল ৭২ ঘণ্টা)। সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের মেম্বারদেরকে জানাব একই কথা। কাস্টমসের সাথেও আমরা একটা ওয়ার্কিং কমিটি করে যেন খুব দ্রুত সুবিধাজনক করে মালগুলো যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে ব্যবস্থা নেওয়ার জন্য আলাপ হয়েছে ভেতরে।

এদিকে অগ্নিকা-ের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার আগামী তিন দিন নন-সিডিউলড ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উপদেষ্টা বলেন, আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী তিন দিন যেসব নন-সিডিউলড ফ্লাইট আসবে, সেগুলোর সব ধরনের মাশুল ও চার্জ মওকুফ করার বিষয়ে অর্ডার জারি করা হয়েছে। এই অগ্নিকা- নাশকতা কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ধরনের বিষয়কে মাথায় রেখে অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া অগ্নিকা-ের ঘটনার আগে ও পরে আগুন ছড়িয়ে যাওয়ার কারণÑ এসব বিষয়ে কারও কোনো দায় বা ব্যত্যয় আছে কি না, সেসব বিষয়ে অনুসন্ধান করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ইতোমধ্যে বিমান বাংলাদেশ, কাস্টমস, স্বরাষ্ট্র সচিব ও অর্থ মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি করা হয়েছে।