জমিরউদ্দীন ওয়ারিয়র্স কর্তৃক ২য় বারের মতো আয়োজন করা হলো ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সিজন টু


আজকের দেশ ২৪ প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ
জমিরউদ্দীন ওয়ারিয়র্স কর্তৃক ২য় বারের মতো আয়োজন করা হলো ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সিজন টু

জমিরউদ্দীন ওয়ারিয়র্স কর্তৃক ২য় বারের মতো আয়োজন করা হলো ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সিজন টু।এতে মোট ৬ টি দল অংশগ্রহন করেছে।আগামী ৭ নভেম্বর হালিশহর গ্রীন ফিল্ড মাঠে ১ দিনব্যাপী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে ২৪ অক্টোবর ৬ টি দলের প্লেয়ার অকশান অনুষ্ঠিত হবার কথা রয়েছে।অকশানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (কাওয়ালী) ও রাতের খাবারের আয়োজন করা হয়েছে বলে আয়োকবৃন্দ জানান।এতে ৬ টি টীমের ফ্র্যাঞ্চাইজি কিনেছেন একঝাক ক্রীড়ামোদী তরুণ সংগঠক।কাওসার স্পোর্টিং ক্লাব এর স্বত্ব কিনেছেন আমীর আহমদ, আয়েশা খাতুন স্মৃতি সংসদ এর স্বত্ব কিনেছেন এস এইচ জনি,টীম দুরন্ত এর স্বত্ব কিনেছেন রুবেল হোসেন, এসএইচআর ওয়ারিয়র্স এর স্বত্ব কিনেছেন মোঃ রবিন,মরহুম মিনু আরা স্মৃতি সংসদ এর স্বত্ব কিনেছেন শাহ জামাল,মরহুম জাহাঙ্গীর আলম স্মৃতি সংসদ এর স্বত্ব কিনেছেন ইনার আলম।আগামী ৭ নভেম্বর বিকেল থেকে খেলাটি শুরু হয়ে রাত একটায় ফাইনাল খেলা সম্পন্ন হবার আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক কমিটি।উক্ত টূর্ণামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আজকের দেশ 24।এবং টুর্নামেন্ট টির “সেরা উদীয়মান খেলোয়াড়” পুরস্কার টি স্পন্সর করেছে “আজকের দেশ 24”