বিশ্ব টেস্ট চ্যাম্পিযনশিপের চলতি চক্রের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার সিরিজ হেরেছে। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা মনে করেন, ভারতের বর্তমান টেস্ট দলটিকে হারাতে তাদের সময়ের শ্রীলঙ্কা দলের মাত্র তিন দিন লাগত!
বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারতীয় দলের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি আর রোহিত শর্মা ফর্মে নেই। তাদের বাকি ব্যাটারদের ফর্মও অধারাবাহিক। সব মিলিয়েই ভারতীয় দলের বর্তমান অবস্থা নিয়ে ‘দ্য টেলিগ্রাফ’কে রানাতুঙ্গা বলেন, ‘চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরনের মতো বোলার থাকলে আমার দল এই ভারতকে তিন দিনে হারাত।’
রানাতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর অনেক বছর শ্রীলঙ্কান ক্রিকেটের স্বর্ণযুগ ছিল। রানাতুঙ্গা ছাড়াও অরবিন্দ ডি সিলভা, সনাথ জয়াসুরিযা, চামিন্ডা ভাস, মুত্তিয়া মুরালিধরনের মতো মহাতারকারা মাতিয়েছেন ক্রিকেট দুনিয়া। শ্রীলঙ্কান ক্রিকেটের সেই স্বর্ণযুগ আর নেই। এখন তাদের বলেকয়ে হারানো যায়। রানাতুঙ্গার মতে, ক্রিকেট বোর্ডের দুর্নীতির কারণেই প্রতিভা উঠে আসছে না।
বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারতীয় দলের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি আর রোহিত শর্মা ফর্মে নেই। তাদের বাকি ব্যাটারদের ফর্মও অধারাবাহিক। সব মিলিয়েই ভারতীয় দলের বর্তমান অবস্থা নিয়ে ‘দ্য টেলিগ্রাফ’কে রানাতুঙ্গা বলেন, ‘চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরনের মতো বোলার থাকলে আমার দল এই ভারতকে তিন দিনে হারাত।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ২-০ তে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। দলের প্রতিভা নিয়ে রানাতুঙ্গা বলেন, ‘বর্তমান শ্রীলঙ্কা দলে প্রতিভার কমতি নেই। সব মিলিয়ে দলটি প্রতিভাবান। ১৯৯৬ সালের দলটির যদি তাকাই একমাত্র ডি সিলভাই বর্তমান খেলোয়াড়দের চেয়ে প্রতিভাবান। মূল সমস্যাটা আসলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। বোর্ডের ব্যবস্থাপনা কমিটি দুর্নীতিবাজ।’
আপনার মতামত লিখুন :