চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে আয়োজন করা হয় তারুণ্য উদ্ভাবনী মেলা – পিঠা ও বসন্ত উৎসব ২০২৫। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর শাহ আলমগীর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, “পুঁথিগত বিদ্যা পরের ও হস্তে ধন। নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।” তিনি শিক্ষার্থীদের শুধু বইয়ের পড়ায় সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রফেসর শাহ আলমগীর কলেজের বিভিন্ন উন্নয়ন বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিশেষভাবে কলেজের আশপাশের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ফিন্যান্স, অর্থনীতি ও মার্কেটিং বিভাগে মাস্টার্স প্রোগ্রাম চালু করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
উৎসব সফল করতে শিক্ষার্থীরা বিশেষভাবে সহযোগিতা করেন। কলেজ ছাত্রদলের নেতৃত্বে ছিলেন ছাত্রনেতা আতহার রহমান রাফি (ব্যবস্থাপনা বিভাগ)। এছাড়া ইয়াছিন আরাফাত ( ফিন্যান্স & ব্যাংকিং বিভাগ), সাইদুল ইসলাম মারুফ (হিসাব বিজ্ঞান বিভাগ) ও মোঃ সোহেল রানা(বিবিএস),আবু শরিফ (বিবিএস) সহ অন্যান্য নেতৃবৃন্দও সক্রিয় ভূমিকা রাখেন।
উৎসবে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন পিঠার স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজন শেষ হয় পুরস্কার বিতরণের মাধ্যমে
আপনার মতামত লিখুন :