পানির দাবিতে চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২ টার দিকে নগরের দামপাড়া এলাকায় চট্টগ্রাম ওয়াসার কার্যালয়ে এ ঘেরাও কর্মসূচি পালন করে।
তারা বলেন, আমরা ওয়াসায় অভিযোগ জানাতে এসেছি। এখানে কার গাফিলতি আছে তা খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা চাই এ সমস্যা দ্রুত সমাধান হোক।
এর আগে গত ৮ মার্চ গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) একটি প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালে কাটা পড়ে ওয়াসার ১১০০ এমএম ব্যাসের পানি সঞ্চালন লাইন। ফলে নগরের আগ্রাবাদ আবাসিক এলাকা, সিডিএ আবাসিক এলাকাসহ আশপাশের অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহে বিঘ্ন ঘটে।
আপনার মতামত লিখুন :